অপরূপ সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের কক্সবাজার

History
0

 



অপরূপ সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের কক্সবাজার


সু বিশাল বাংলাদেশের একটি সৌন্দর্যময় স্থান গুলির ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্থান সেটি হল কক্সবাজার এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত এর দক্ষিণে অবস্থিত। কক্সবাজার জেলা রূপান্তরিত হয়েছে কিন্তু বিভাগ করেছে চট্টগ্রামে। কক্সবাজার নরস গ্রী ক মানে রাতের সৌন্দর্যের জন্য বিখ্যাত। তার সৌন্দর্যের কাছে অতুলনীয় বিশ্বের সব কিছুই নগণ্য মনে হয় তার রাতের সৌন্দর্য।

এখানে রয়েছে সীমাহীন সৌন্দর্যময় বালুচরণ দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার থেকে বদর মোকাম পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে অবিচ্ছিন্ন বালুকাময় সৌন্দর্যে বেষ্টিত একটি দীর্ঘতম পথ সীমাহীন। এখানে রয়েছে বাংলাদেশের দীর্ঘতম মৎস্য কেন্দ্র হল এবং সাব্বিরিন ল্যান্ডিং স্টেশন বিখ্যাত চিংড়ির আবাসস্থল।

অফ লাইন মার্কেটিং টিউটোরিয়াল দ্বিতীয় পাঠ



 চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব 155 কিলোমিটার এবং এর দক্ষিণে অবস্থিত চট্টগ্রামের দক্ষিনে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব ৪১৪ কিলোমিটার বর্তমান সময়ে রেল যোগাযোগের ব্যবস্থা চলছে। বাংলাদেশের একটি সৌন্দর্যময় এবং গৌরবময় একটি স্থান এটি বাংলাদেশের সবচাইতে পর্যটন আবাসিক স্থান এটি একমাত্র ধরা চলে। ঢাকা থেকে এর বাসে ব্যথিত অন্য বাইপাস প্রাইভেট ভাবে যাওয়া সম্ভব।



বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ একটি জেলায় চট্টগ্রাম থেকে ১৭৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার জেলাটি অবস্থিত। ভৌগলিক অবস্থান ২১-৩৫০ উত্তরে ৯২. পূর্ব। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত ৩৩৭৮ মিলিমিটার

সর্বোচ্চ গড় তাপমাত্রা জুন মাসে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা জানুয়ারি মাসে ১১.৮০ সেলসিয়াস ডিগ্রী সেলসিয়াস বার্ষিক গড় আর্দ্রতা ৮৩ শতাংশ।

কক্সবাজার জেলার প্রধান প্রধান নদী।

মাতামুহরী বাকখালি রেন্জু কোহালিয়া ও নাফ

উদ্ভিদ কক্সবাজার জেলার উদ্ভিদ সম্বন্ধে অত্যন্ত সমৃদ্ধ সমুদ্রর উপকূলে লবণাক্তক ভূমিতে ছাওকেয়া গাছ ধরবে এছাড়া পাহাড়ে রয়েছে গর্জন সাল সেগুন মেহগনি গাছের মতো মূল্যবান গাছ

প্রধান দ্বীপ মহেশখালী কুতুবদিয়া মাথা মাতার বাড়িয়া ধলঘাটা ছোলা দিয়া ও সেন্ট মার্টিন

কক্সবাজারের জেলা উপজেলার মোট সংখ্যা ৮ টি এগুলো হলো উখিয়া কক্সবাজার সদর কুতুবদিয়া চকরিয়া টেকনাফুয়া মহেশখালী এবং রামু ইউনিয়ন সংখ্যা ৭১ টি প্রধান ৯৯২টি জাতীয় সংসদের আসন সংখ্যা চারটি

কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার ৩ কক্সবাজার সদর রামু কক্সবাজার 4 টেকনাফিয়া এই জেলার উত্তর চট্টগ্রাম জেলা পূর্ব বান্দরবান জেলা ও বাংলাদেশের মায়ানমারের সীমানা বিভাগকারী না নদী এবং মিয়ানমার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর এবং এ জেলার আয়তন ২৪৯২৮৬ বর্গ কিলোমিটার এই জেলার রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত এর দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার এ জেলায় রয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন।


কক্সবাজারের অরণ্য ঢাকা পার্বত্য ভূমির জন্য এক সময় এটি একটি দুর্গম এলাকা ছিল এই কারণে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে এই অঞ্চলের যোগাযোগ ছিল না একসময় আরাকালের শাসন মুঘল বাঙালি রাজতন্ত্র শক্তি ছিল এই জেলার অধিকার নিয়ন্ত্রণ এছাড়া পতগিজ দাহদের অনুপ্রবেশের জলন্ত এই অঞ্চল।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)